বুধবার, ৮ এপ্রিল, ২০১৫

প্রশান্তির নীড়ে !!

একটু নির্মল হাসি, ঠিক স্বচ্ছ জলের মত
দাও না ছড়িয়ে বাতাসে চারিধারে,
কতকাল হাসা হয়নি প্রাণ খুলে 
প্রাণ গুলো দেখ চেয়ে মৃতপ্রায়;
দাও না একটু দ্বার খুলে আনন্দ ধারার।
কষ্টের দপদপানি বুকের ভেতর; অসহ্য সময়
অনুভবের কসরত বিশুদ্ধ বিশ্বাস খুঁজে ।
প্রাণ বায়ু চায় আঁজলা ভরা শান্তি ;
দাও না একটু সুখের পরশ বুলায়ে
মমতার আঁচলে শুয়ে পড়ি নির্বিঘ্নে ।
দুর্ভাবনা গুলোকে বিসর্জন দিয়ে
চল না যাই নির্ভাবনায় হারিয়ে।
মিটাবো তৃষ্ণা কষ্টের বোধগুলো ধুয়ে
এক আঁজলা ভালবাসায় প্রশান্তির নীড়ে।

মঙ্গলবার, ৩১ মার্চ, ২০১৫

শ্বেত পায়রা কাঁদে
বিমর্ষ এ মন কেন অকারণ
বুঝিনা কিছু সার কি হল তার।
বসে না কাজে মন শুধু হুতাশন 
মগজের মাঝে সব ফাঁকা লাগে।
শুভ্রতা যেন হারিয়েছে আয়না
সফেদ সেথা কিছু খুঁজে পায়না
মন আমার ব্যকুল ভাবিয়া কারণ।
সাদা পালক ঝরে গেছে তার
দেখ চেয়ে তাকে লাগছে কদাকার
শান্তির পায়রা আজ হারিয়ে শোভা
আত্ম সম্ভ্রমে লুকায় নিজেকে তার।
বোধ গুলো আমার পড়েছে ঝিমিয়ে
নত জানু যেন পাপ পঙ্কিল জীবনে।
সময়টা বড় অসহায় লাগে
ভাবনায় আর শুভ্রতা না জাগে।
মনের মাঝে শ্বেত পায়রাটা কাঁদে ।