মঙ্গলবার, ৩১ মার্চ, ২০১৫

শ্বেত পায়রা কাঁদে
বিমর্ষ এ মন কেন অকারণ
বুঝিনা কিছু সার কি হল তার।
বসে না কাজে মন শুধু হুতাশন 
মগজের মাঝে সব ফাঁকা লাগে।
শুভ্রতা যেন হারিয়েছে আয়না
সফেদ সেথা কিছু খুঁজে পায়না
মন আমার ব্যকুল ভাবিয়া কারণ।
সাদা পালক ঝরে গেছে তার
দেখ চেয়ে তাকে লাগছে কদাকার
শান্তির পায়রা আজ হারিয়ে শোভা
আত্ম সম্ভ্রমে লুকায় নিজেকে তার।
বোধ গুলো আমার পড়েছে ঝিমিয়ে
নত জানু যেন পাপ পঙ্কিল জীবনে।
সময়টা বড় অসহায় লাগে
ভাবনায় আর শুভ্রতা না জাগে।
মনের মাঝে শ্বেত পায়রাটা কাঁদে । 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন